লাতিনের অধিকাংশ দেশের গুয়াইদোকে সমর্থন
লাতিন আমেরিকার দেশগুলোর সংগঠন লিমা গ্রুপের ১৪টি দেশের মধ্যে ১১টি দেশ ও কানাডার একটি পক্ষ ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে দেশটির বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে।
লিমা গ্রুপের ওই ১১টি দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়েতেমালা, হন্ডুরাস, পানামা, প্যারাগুয়ে ও পেরু।
এদিকে লিমা গ্রুপের তিনটি দেশ গায়ানা, মেক্সিকো ও সেন্ট লুসিয়া এখনো গাইডোকে স্বীকৃতি জানায়নি।
এক বিবৃতিতে লিমা গ্রুপের ১৪টি দেশের মধ্যে ১১টি দেশ কোনো শক্তি প্রয়োগ না করে এবং কোনো প্রকার সাহায্য ছাড়াই ভেনেজুয়েলার ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানায়।
ভেনেজুয়েলা সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ২০১৭ সালে লিমা গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছিল।
দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদো এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ অন্য ক্ষমতাধর দেশগুলোরও সমর্থন পেয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অবৈধ হওয়ার কারণে সংবিধান আমাকে অস্থায়ীভাবে ক্ষমতা গ্রহণের অনুমতি দিয়েছে।’
তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন পর্যন্ত নিজেকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবেই দাবি করছেন।
গত মাসে একটি বিতর্কিত নির্বাচনের পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন নিকোলাস মাদুরো। যে নির্বাচনে কারাগারে বন্দি থাকার জন্য বিরোধী নেতাদের অনেকেই অংশ নিতে পারেননি।