ন্যাটো গাড়িবহরে তালেবানের হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর একটি গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালের এ হামলায় একজন নিহত ও বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে রয়টার্স। হামলার পর তালেবান জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেছে। চলতি সপ্তাহে কাবুলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ হামলা চালিয়েছে তালেবানরা।
হামলার পর বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দাদর বলেছেন, হামলায় কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তবে তিনি আহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। এ ছাড়া আহতদের মধ্যে কোনো বিদেশি সেনা রয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। হামলার কথা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখপাত্র কর্নেল ব্রিয়ান ট্রিবাসও।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, রোববার সকালের দিকে কাবুলের জুহ-ই-শির এলাকায় একটি বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। একটি ব্যস্ত সড়কে ন্যাটোর গাড়িবহরে এক আত্মঘাতী হামলাকারী এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ন্যাটোর একটি সামরিক যানসহ আশপাশের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আফগান সেনাবাহিনী ও চিকিৎসা দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর হামলাস্থল চারপাশ থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।