সংবাদপত্রের অধিকারে বিশ্বাস করি : জাতিসংঘ

যেকোনো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের ও সংবাদপত্রের স্বাধীনতা দেখতে চায় জাতিসংঘ। বাংলাদেশে একটি সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা-সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ণ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাংলাদেশে সহিংসতা আরো তীব্র হচ্ছে মন্তব্য করে ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্রের কাছে জানতে চান, সম্প্রতি রাস্তায় লাগানো পোস্টারের ছবি ছাপায় দেশটির একটি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রথমে বিস্মিত হয়েছিলাম, আপনার কি এতে কোনো প্রতিক্রিয়া আছে? আমি জানি সেখানে (বাংলাদেশে) যাওয়ার জন্য অনুরোধ আছে। বিষয়টি কোন দিকে যাচ্ছে? এই যে মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে ইত্যাদি?
এ প্রশ্নের উত্তরে স্টিফান ডুজারিক বলেন, ‘এ ব্যাপারে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো তথ্য নেই। তবে, আমরা মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি এবং সংবাদপত্রের অধিকারে বিশ্বাস করি; যা কোনো দেশের গণতন্ত্রের একটি বড় অংশ।’