মধ্য ইংল্যান্ডে ৫ মসজিদে একইভাবে ভাঙচুর
সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা মধ্য ইংল্যান্ডের পাঁচটি মসজিদে হামলার বিষয়টি তদন্ত করছেন। মসজিদগুলোর জানালা ভেঙে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তা হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে।
বার্মিংহামের এসব হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসবের পেছনে কী কারণ ছিল তা জানা যায়নি। নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলা চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যার মাত্র কয়েক দিন পর বার্মিংহামে এসব ঘটনা ঘটল।
বুধবার দিবাগত রাতে সর্বপ্রথম বার্চফিল্ড রোডের একটি মসজিদে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে কয়েকটি জানালা ভেঙে দিয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ৪৫ মিনিট পর এরডিংটনের একটি মসজিদে একই ধরনের হামলার খবর আসে। সঙ্গে সঙ্গে অ্যাস্টন ও পেরি বার এলাকার মসজিদে হামলার ঘটনা ঘটে। পরে সকালে আলবার্ট রোডের একটি মসজিদে একই ধাঁচে ভাঙচুর করা হয়।
যুক্তরাজ্যের বার্মিংহামের ইরডিংটনে একটি মসজিদের ভাঙা জানালা তক্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ অবশ্য এখনো কোনো সূত্র খুঁজে পায়নি। কাউন্টার টেররিজম ইউনিট তাদের সঙ্গে কাজ করছে বলে জানায় তারা।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, বার্মিংহামের হামলাগুলো ‘গভীরভাবে উদ্বেগজনক’। এক টুইটে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের সমাজে ঘৃণাপূর্ণ আচরণের একেবারেই কোনো জায়গা নেই এবং তা কখনো গ্রহণযোগ্য হবে না।’
বার্মিংহাম সিটি কাউন্সিলের ক্যাবিনেট সদস্য ওয়াসিম জাফর টুইটারে বলেন, তাদের সমাজ ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি দিয়ে যেকোনো ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে লড়াই করবে।
অ্যাস্টনের ফাইজুল ইসলাম মসজিদের চেয়ারম্যান ইউসেফ জামান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যা হচ্ছে তাতে আমরা হতবাক। তিনি জানান, এ ঘটনার পর বয়স্করা আজ শিশুদের মসজিদে আনা থেকে বিরত রয়েছেন। ভীতিকর পরিস্থিতির কারণে তারা এমনটি করেছেন। খবর বিবিসি ও ইউএনবির।