মানুষ হাসিয়ে বিদায় নিলেন তিনি!
তিনি লোক হাসানোর কাজ করেন। মঞ্চে দাঁড়িয়ে কথা বলেই মানুষকে হাসাচ্ছিলেন। এক সময় মঞ্চেই শুয়ে পড়েন। সবাই মনে করেছিলেন এটা হাসানোরই একটি অংশ। কিন্তু মঞ্চে পড়ে স্থির হয়ে যান ওই কমেডিয়ান। আর নড়েন নি তিনি। চলে গেছেন না ফেরার দেশে।
ওই কমেডিয়ানের নাম ইয়ান কগনিটো। ব্রিটিশ ওই কমেডিয়ান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বাইসেস্টার ক্লাবের একটি অনুষ্ঠানের সময় মারা যান। ৬০ বছর বয়সী কগনিটো ছিলেন একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার কমেডি পরিবেশন করতে করতেই বিদায় নিলেন কগনিটো।
ওই ক্লাবের মালিক রায়ান মল্ড সিএনএনকে জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে কগনিটো শুয়ে পড়েন। দর্শকরা মনে করছিলেন এটা তাঁর পরিবেশনারই একটি অংশ। পরে দ্রুত চিকিৎসক ডাকা হয়। রাত ১০টার দিকে কগনিটোকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
কগনিটোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকপ্রকাশ করে বিশ্বের জনপ্রিয় কমেডিয়ানরা। তাঁদের মধ্যে বিখ্যাত জিমি কার বলেন, ‘কগনিটোকে কখনোই ভুল যাব না।’