জনসম্মুখে এলো প্রিন্স হ্যারি-মেগানের রাজকীয় শিশু
যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির রাজকীয় শিশু সন্তান বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে।
উইন্ডসর প্রাসাদে ডিউক এবং ডাচেস অব সাসেক্স নামে পরিচিত এই দম্পতি তাদের দুদিনের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ছবি তোলেন। এই ছেলে ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী।
প্রিন্স হ্যারি ও মেগান এখনও তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেননি। বর্তমানে তাকে ‘বেবি সাসেক্স’ নামেই ডাকা হচ্ছে।
বাবার কোলে ঘুমন্ত অবস্থায় তাকে জনসম্মুখে আনা হয়। সাদা কম্বলে আবৃত শিশুটির মাথায় ছিল সাদা রঙের টুপি।
প্রথম মা হওয়ার অনুভূতিকে ‘জাদু’ বলে ঘোষণা করে মেগান বলেন, তার ছেলে একটি স্বপ্ন পূরণ করেছে।
বাবা হওয়ার অনুভূতি ‘দারুণ রোমাঞ্চকর’ জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, ‘তার চেহারা কার মতো হয়েছে এখনই তা বলা মুশকিল। কারণ তার চেহারা প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে।’