লিভারপুলের কোচের কাছে শিক্ষা নেবেন থেরেসা মে?
শেষ পর্যন্ত লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের কাছ থেকে শিক্ষা নেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে? এমন পরামর্শই দিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।
পার্লামেন্টে দাঁড়িয়ে সবার সামনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে উদ্দেশ করে করবিন বলেন, ‘বার্সেলোনার বিরুদ্ধে লিভারপুলের জয়ের কাণ্ডারি কোচ ইয়ুর্গেন ক্লপের কাছ থেকে যদি থেরেসা মে কৌশল অবলম্বন করেন, তবে ইউরোপে ভালো ফল করতে পারবেন তিনি।’
গতকাল বুধবার ইংল্যান্ডের পার্লামেন্টে এ কথা বলেন জেরেমি করবিন।
এর আগে ফুটবল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় লিভারপুল। অথচ অবিশ্বাস্যই ছিল লিভারপুলের ফাইনালে যাওয়া। কারণ, প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগে বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। আর এই জয়ের কাণ্ডারি দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
আর এ জন্যই কৌতুকের ছলে থেরেসা মে-কে ক্লপের কাছ থেকে শিক্ষা নিতে বলেন জেরেমি করবিন। যদিও জেরেমির এ কথায় মোটেও ক্ষেপে যাননি থেরেসা মে। বরং পাল্টা জবাব দিয়ে লিভারপুলের প্রসঙ্গ টেনেই নাস্তানাবুদ করেন বিরোধী দলের নেতা জেরেমি কনবিনকে।
জেরেমির মন্তব্যের জবাবে থেরেসা মে বলেন, ‘লিভারপুলের জয়ের ব্যাপারে যদি চিন্তা করি, তাহলে সে জয় কী প্রদর্শন করে? যখন সবাই বিরোধী দলের মতোই বলছিল, সব আশাই শেষ। শেষ মুহূর্তে যখন হেরে যাওয়ার সময় চলে আসে। আসলে ওই শেষ মুহূর্তেও আমরা সাফল্য অর্জন করতে পারব। যদি সবাই সামনে এগিয়ে আসেন।’
জেরেমি করবিনের মন্তব্যে বিপরীতে থেরেসা মের এমন জবাবে যেন হাঁফ ছেড়ে বাঁচেন তাঁর দলের নেতারা।