লক্সফোর্ড স্কুলে নামাজের অনুমতি নেই, তাই রাস্তায়
মুসলিম শিক্ষার্থীদের নামাজের জায়গা নিয়ে অবহেলা করে ব্যাপক সমালোচলার মুখে পড়েছে ইস্ট লন্ডনে অবস্থিত একটি স্কুল কর্তৃপক্ষ।
লন্ডনের লক্সফোর্ড স্কুলের মুসলিম শিক্ষার্থীরা বাধ্য হয়ে নামাজ আদায় করছিল খোলা জায়গায়, যেখানে সাধারণত স্কুলের গাড়ি পার্ক করা থাকে।
আর সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো জানায়, এই স্কুলটিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে; আর এর একটি বড় অংশ হলো মুসলিম। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের জোহরের নামাজের কোনো স্থান নির্ধারণ করে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তাদের মাঠে বা রাস্তায় নামাজ আদায় করতে হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলটিতে শুক্রবারের জুমার নামাজের জন্য একটি স্থান নির্ধারিত থাকলেও প্রতিদিন সেখানে নামাজ আদায়ের কোনো অনুমতি নেই।
ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর তোপের মুখে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক আনিতা জনসন।
এদিকে, ইস্ট লন্ডনের প্রায় ১৪ হাজার স্থানীয় বাসিন্দা বিষয়টি নিয়ে গণস্বাক্ষর গ্রহণ করেন এবং এর একটি সুরাহা চান স্কুল কর্তৃপক্ষের কাছে।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ধর্মীয় স্বাধীনতায় বাধা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান এবং অচিরেই এর একটি ইতিবাচক সমাধান চান।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে লক্সফোর্ড স্কুল কর্তৃপক্ষ জানায়, তারা প্রাথমিকভাবে কাছের মসজিদে নামাজের জন্য শিক্ষার্থীদের অনুমতি দিয়েছে। আর খুব তাড়াতাড়ি স্কুলের ভেতরেই জোহরের নামাজের জন্য স্থান নির্ধারণ করে দেবে।