সরে দাঁড়ালেন থেরেসা মে, কাঁদলেন অঝোরে
ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।
গতকাল শুক্রবার ডাউনিং স্ট্রিটে এক আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় থেরেসা মে জানান, আগামী ৭ জুন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
মে আরো জানান, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রেক্সিট ইস্যুতে বারবার ব্যর্থ হয়ে বেশ চাপের মুখে রয়েছেন থেরেসা মে।
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তাঁর নতুন পরিকল্পনা মন্ত্রিসভায় ও পার্লামেন্টে অনুমোদিত না হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে।
আগামী ৩১ অক্টোবর ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার তারিখ নির্ধারিত থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির পার্লামেন্ট।
অবশেষে যেই কথা সেই কাজ। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আর পদত্যাগের পর তিনি গণমাধ্যমের সামনে আসলেন শেষ বক্তব্য নিয়ে, যেখানে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। কাঁদলেন অঝোরে।