জনসম্মুখে চুমু না দেওয়ায় দুই নারীকে মেরে রক্তাক্ত
গণপরিবহনে জনসম্মুখে চুমু দিতে রাজি না হওয়ায় দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত করেছে একদল বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে ৩০ মে রাতে লন্ডনের একটি গণপরিবহনে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ঘটনার শিকার দুই নারী বাসে করে কামডেন শহরে যাচ্ছিলেন। তখন একদল বখাটে তাঁদের আক্রমণ করে।
খবরে বলা হয়, বাসে উঠার পর একদল বখাটে যুবক জানতে পারে এই দুই নারী সমকামী। আর তখন থেকেই তাঁদের বিরক্ত করতে শুরু করে। একপর্যায়ে সবার সামনে তাঁদের চুমু খেতে বলে বখাটে যুবকরা।
কিন্তু যখন তাঁরা তা করতে রাজি না হন তখনই তাঁদের মারধর করে রক্তাক্ত করেছে বখাটে যুবকরা।
ভুক্তভোগী মেলানিয়া জেইমোনাট (২৮) বলেন, ‘আমি আর আমার বান্ধবী গণপরিবহনে করে কামডেন শহরে যাচ্ছিলাম। তাঁরা আমাদের সবার সামনে চুমু খেতে বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের আক্রমণ করে।’