পশ্চিমতীরে প্রাইমারি স্কুলে ইসরায়েলি সেনা তল্লাশি!
ইসরায়েলি সেনাদের অভিযান থেকে ফিলিস্তিনি শিশুরাও বাদ যাচ্ছে না। সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি ভিডিও দেখা গেছে, ফিলিস্তিনিদের একটি প্রাইমারি স্কুলেও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। শিশুদের প্রতি এই অমানবিক মনোভাব প্রদর্শনে বিশ্বজুড়েই তাদের বিরুদ্ধে নিন্দার ঝড় শুরু হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইসরায়েল অধিকৃত পশ্চিত তীরের হেবরন শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে অভিযান চালিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। ওই সেনাদের দাবি ছিল, তাঁদের লক্ষ্য করে শিশুরা পাথর ছুড়েছে। আর এ অভিযানের ভিডিওচিত্র ধারণ করেছেন ওই স্কুলেরই এক শিক্ষক।
শিক্ষক আবদেল মোনিয়েম সালায়মেহ বলেন, ‘আলহাজ জাইয়েদ জাবের স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিশুদের কাছে পাথর আছে কি না খোঁজে ইসরায়েলি সেনারা। এর পাশাপাশি তারা স্কুলের অভ্যন্তরে পাথর খোঁজে।’
সালায়মেহ আল-জাজিরাকে বলেন, ‘স্কুলের কর্মচারীরা অনেক চেষ্টা করেও সেনাদের ওই ভবনে প্রবেশ থেকে বিরত রাখতে পারেননি। সেনারা স্কুল প্রশাসকের কার্যালয়ে ঢুকে শাসিয়ে যায়, এর পর পাথর ছোড়া হলে স্কুল বন্ধ করে দেওয়া হবে।
হেবরনের শিক্ষা-প্রধান বাসাম তাহবুব বলেন, ‘এ ধরনের অভিযান এটিই প্রথম নয়। গতকাল মঙ্গলবারও একটি স্কুলে ইসরায়েলি সেনাদের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে বেশ কয়েকটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অভিযান, গ্রেপ্তার, গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়াসহ শিশুদের ওপরও চড়াও হচ্ছে ইসরায়েলি সেনারা। এসব কর্মকাণ্ড স্কুলে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই সপ্তাহ পূর্বে পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন শহরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে কাঁদানে গ্যাস ও গ্রেনেড ছুড়েছে ইসরায়েলি সেনারা। এ সময় ছাত্ররা স্কুলের অভ্যন্তরে ছিল। ওই একই দিনে তুলকারেম শহরের কাছে প্যালেস্টাইন টেকনিক্যাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইসরায়েলি সেনারা অভিযান চালায়।