রাশিয়ার দুই বার্তা সংস্থাকে নিষিদ্ধ করল ব্রিটেন
ভুল তথ্য ছড়ানোয় সক্রিয় ভূমিকা পালনের অভিযোগে এবার রাশিয়ার দুই বার্তা সংস্থাকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য। এই সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত 'গণমাধ্যমের স্বাধীনতা' শীর্ষক সম্মেলনে অংশ গ্রহণের জন্য 'রাশিয়া টুডে' (আরটি) এবং 'স্পুটনিক নিউজ এজেন্সি'র করা আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেন।
মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে এই বার্তা সংস্থাগুলোকে নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৬০ মন্ত্রী এবং এক হাজারের বেশি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের আকস্মিক নেওয়া এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস। কর্মকর্তারা জানান, এটি সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।