যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারকের পদত্যাগ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারক আজ বুধবার পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার এক টুইটবার্তায় ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ড্যারককে অত্যন্ত ‘স্টুপিড’ ও উন্মাদপ্রকৃতির ব্যক্তি বলে মন্তব্য করেছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কিম ড্যারকের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছে।
গত রোববার কিম ড্যারকের বেশ কিছু গোপন ইমেইল ফাঁস হয়। এসব ইমেইলে কিম ড্যারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কড়া সমালোচনা করে হোয়াইট হাউসকে ‘অদ্ভুত ও নিষ্ক্রিয়’ বলে মন্তব্য করেন। ব্রিটিশ রাষ্ট্রদূত এসব ইমেইলে আরো বলেন, ‘ট্রাম্প অপটু ও অযোগ্য একজন ব্যক্তি।’
ব্রিটিশ রাষ্ট্রদূতের ট্রাম্পকে এমন মূল্যায়নের জবাবে গতকাল মঙ্গলবার ট্রাম্প টুইটে বলেন, ‘যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে একজন পাগলাটে রাষ্ট্রদূত গছিয়ে দিয়েছে, খুবই স্টুপিড এই ব্যক্তিকে পেয়ে আমরা মোটেই রোমাঞ্চিত নই।’
২০১৬ সাল থেকে ওয়াশিংটনে নিযুক্ত এই ব্রিটিশ রাষ্ট্রদূতের উদ্দেশে ট্রাম্প আরো বলেন, ‘তাঁর উচিত নিজ দেশের সঙ্গে কথা বলা এবং প্রধান মন্ত্রী মের সঙ্গে কথা বলা, তাঁদের ব্যর্থ ব্রেক্সিট আলোচনা নিয়ে কথা বলা।’