পারস্য উপসাগরে উত্তেজনার জন্য ট্রাম্প দায়ী : ব্রিটিশ লেবার পার্টি
যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন দাবি করেছেন, পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। ইরান যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর এক প্রতিক্রিয়ায় করবিন এ মন্তব্য করেন।
ব্রিটিশ পত্রিকা দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধান বিরোধীদলের নেতা জেরেমি করবিন আরো জানিয়েছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। করবিন পারস্য উপসাগরে যুদ্ধের আশঙ্কা ও উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে জাতিসংঘের মাধ্যমে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে জেরেমি করবিন ইরানে ব্রিটিশ তেলবাহী জাহাজ আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্যাঙ্কারটি ছেড়ে দিতে ইরানের প্রতি আহ্বান জানান।
পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গত শুক্রবার রাতে হরমুজ প্রণালি থেকে যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কার আটক করে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার কারণে ট্যাঙ্কারটি আটক করা হয় বলে ইরানের দাবি।