জনসন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পদত্যাগ করবেন ব্রিটিশ অর্থমন্ত্রী
কনজারভেটিভ দলের নেতা বরিস জনসন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পদত্যাগ করবেন বর্তমান অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। রোববার বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন ক্ষমতাসীন জোটের এই নেতা।
ফিলিপ হ্যামন্ড বলেন, ‘আমি পদত্যাগ করার জন্য মনস্থির করেছি, যদি কনজারভেটিভ দলের নেতা বরিস জনসন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।’
ওই সাক্ষাৎকারে হ্যামন্ডকে জিজ্ঞেস করা হয়, যদি এই সপ্তাহে তাঁকে বরখাস্ত করা তখন কী হবে?
উত্তরে হ্যামন্ড বলেন, ‘না, আমি নিশ্চিত আমাকে বরখাস্ত করা হবে না। কারণ তার আগেই আমি পদত্যাগ করব।’
ফিলিপ হ্যামন্ড তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘বরিস জনসন এখনো চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে। আর আমি এই চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে কোনোভাবেই স্বাক্ষর করতে পারব না। যে কারণে আমার কাছে তখন সরকারের এই পদ থেকে পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
সাক্ষাৎকারে তিনি বরিসের সঙ্গে কাজ না করার কারণ হিসেবে বলেছেন, ‘চলমান ব্রেক্সিট সংকট নিরসনে ইস্যুটি নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে। যে কারণে পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর কাজে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত। যা এখানে আমার নেই; তাই আমাদের এর বিকল্প পথ ভাবাই উত্তম।’