তুরস্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ক্ষমতাসীন দল

তুরস্কের পার্লামেন্টারি নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। নির্বাচনে দলটি ৪৯.৪ শতাংশ ভোট পেয়েছে এবং আসন পেয়েছে ২৭৬টি, যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট। চলতি বছরের জুনে দলটি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, পার্লামেন্টারি নির্বাচনের প্রায় সব ভোটই গণনা শেষ হয়েছে। এতে দেখা যায়, একেপি পেয়েছে ৪৯ দশমিক ৪ শতাংশ। আর রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে এর অর্ধেকের মতো, ২৫ দশমিক ৪ শতাংশ ভোট। আর ১০ শতাংশ ভোট পেয়েছে কুর্দি নেতৃত্বাধীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)। এ ছাড়া তুর্কি জাতীয়তাবাদী ন্যাশনাল মুভমেন্ট পার্টিও আঙ্কারায় আসন পেয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, বিতর্ক এড়িয়ে সরকারের কর্মকাণ্ড ও উন্নয়নকেই গুরুত্ব দিয়েছেন ভোটাররা। নির্বাচনী ফল এটিই প্রমাণ করে, দেশের ঐক্য ও অখণ্ডতায় তাদের দলের উদ্যোগের প্রতি জনগণের সমর্থন আছে।
স্থানীয় সময় আজ সোমবার সকালে তুরস্কের প্রেসিডেন্ট তুর্কি জাতীয়তাবাদের প্রতি বিশ্ববাসীকে সমর্থনের আহ্বান জানান।
টানা ১৩ বছর ক্ষমতায় থাকায় পর চলতি বছর জুনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় একেপি। জোট সরকার গঠনের চেষ্টাও ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের আহ্বান জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজই সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে একেপি।
তবে বিরোধী দলের মধ্যে নির্বাচনের ফল নিয়ে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচনের ফলাফলের পর পরই কুর্দিদের মধ্যে বিক্ষোভ দেখা গেছে।