আইএসের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ নিহত
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ আবু মালিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, গত শনিবার ইরাকের মসুলে এই বিমান হামলা চালানো হয়। আবু মালিক আইএস জঙ্গিদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতেন। আইএসে যোগ দেওয়ার আগে তিনি সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের রাসায়নিক অস্ত্র প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন। ২০০৫ সালে মালিক আল-কায়েদার ইরাক শাখাকে সঙ্গে নিয়ে রাসায়নিক অস্ত্র বানিয়ে মসুল আক্রমণের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মনে করছে, আবু মালিকের মৃত্যুতে আইএসের কর্মকাণ্ড ব্যাহত হবে। রাসায়নিক অস্ত্র উৎপাদনে তারা দুর্বল হয়ে পড়বে।
অনেক দিন ধরেই আইএসের বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠছিল। কিন্তু সংগঠনটির বিরুদ্ধে এই রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো প্রমাণ দেওয়া সম্ভব হয়নি। তবে গত বছর উত্তর বাগদাদে ইরাকি পুলিশ বাহিনীর সঙ্গে আইএস বিদ্রোহীদের সংঘর্ষের পর থেকে ইরাকের পুলিশ কর্মকর্তারা মাথা ঘোরা ও বমির সমস্যায় আক্রান্ত হয়। তখনই ধারণা করা হয়, সম্ভবত আইএস ক্লোরিন গ্যাস ব্যবহার করছে। ক্লোরিন গ্যাস এমন একটি রাসায়নিক, যা নিশ্বাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণ গ্রহণ করলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়।