‘ইউনাইটেড কিংস্টনে’র প্রধানমন্ত্রীকে ইভানকার শুভেচ্ছা!
সাবেক পররাষ্ট্র সচিব বরিস জনসনই হচ্ছেন ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। বরিসের নাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার পরই বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন অনেকে।
সেই তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। তবে ইভানকা যে শব্দ ব্যবহার করে শুভেচ্ছা জানালেন তা সত্যিই সবার থেকে আলাদা হলো!
ইভানকা বরিস জনসনকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর অফিশিয়াল টুইটারে লেখেন, ‘অভিনন্দন @বরিস জনসন। ইউনাইটেড কিংস্টনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা।’
এই টুইটের পর ইভানকার সমালোচনায় মুখর হয়ে ওঠে টুইটার ব্যবহারকারীরা। কারণ ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প শুভেচ্ছা বার্তায় বরিসের দেশের নাম ভুল লেখেন। ইভানকা ইউনাইটেড কিংডমের জায়গায় লেখেন ইউনাইটেড কিংস্টন!
পরে অবশ্য ইভানকা তাঁর শুভেচ্ছা বার্তায় বরিসের দেশের নামের বানান সংশোধন করেন।