ট্রাফিক আইন না মানায় এশিয়ান চালককে ২ কোটি টাকা জরিমানা
১০৬ বার ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক এশিয়ান চালককে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি দুই কোটি ৩০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।
প্রবাসী ওই চালক কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে দেশটির পুলিশ ট্রাফিক লঙ্ঘনের রেকর্ড গড়া ওই প্রবাসী এশিয়ান।
দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, গত ২৪ জুলাই এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এক বছরে মোট ১০৬ বার ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রবাসীকে মোট ১০ লাখ ১৩ হাজার আমিরাতি দিরহাম জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার আমিরাত পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর অভিযোগে পুলিশের একটি টহল দল ৩১ বছর বয়সী ওই চালককে গ্রেপ্তার করেছে।
তাকে গ্রেপ্তা্র পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পায়, এশীয় এই চালক সারা বছরে মোট ১০৬ বার ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। এই অপরাধে তাকে ১০ লাখ ১৩ হাজার দিরহাম জরিমানা করা হয়।
ওয়াসিত পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আব্দুল রহমান বিন কাসমুল বলেন, গত এক বছরে ওই চালক ১০৬ বার ট্রাফিক আইন উপেক্ষা করে গাড়ি চালিয়েছেন। ২০১৮ সালে ১৬ আগস্ট এই প্রবাসী চালক প্রথমবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন করেন।