‘মিস ইংল্যান্ড’ হলেন বাঙালি কন্যা ভাষা
মিস ইংল্যান্ডের মুকুট উঠল বঙ্গতনয়া ভাষা মুখোপাধ্যায়ের মাথায়। যুক্তরাজ্যের নামকরা উঠতি মডেলদের টপকে সেরার শিরোপা পেয়েছেন পেশায় চিকিৎসক ভাষা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভাষা মুখোপাধ্যায় শুধু সুন্দরীই নন, ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা ২৩ বছরের ভাষার ঝুলিতে রয়েছে দুটো ডাক্তারির ডিগ্রি। চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়া শেষ করার পর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি।
পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন ভাষা। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি জার্মান ও ফ্রেঞ্চেও কথা বলতে পারেন তিনি। তাঁর আইকিউ বা বুদ্ধিমত্তার পরিমাপক মান ১৪৬। সাধারণত কোনো ব্যক্তির ১৪০-এর ওপরে আইকিউ থাকলে তাঁকে জিনিয়াস বা অতি বুদ্ধিমান মনে করা হয়।
ভাষার মাত্র ৯ বছর বয়সেই তাঁর পরিবার ইংল্যান্ডে চলে যায়। সেখানেই বেড়ে ওঠা। ছোট থেকেই মেধাবী। মেডিক্যাল কলেজে পড়ার সময়ই নাম দিতেন সুন্দরী প্রতিযোগিতায়। মিস ইংল্যান্ডের শিরোপার পর এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি।