Beta

প্রেসিডেন্টের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন কিশোরীর

০১ মার্চ ২০১৫, ১০:০৯ | আপডেট: ০১ মার্চ ২০১৫, ১০:১২

অনলাইন ডেস্ক
চিলিতে ১৪ বছর বয়সী কিশোরী দেশটির প্রেসিডেন্টের কাছে মৃত্যুর আবেদন করেছে। ছবি: এএফপি

চিলিতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৪ বছর বয়সী এক কিশোরী দেশটির প্রেসিডেন্টের কাছে মৃত্যুর আবেদন করেছে। অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় সে এ আবেদন করে। ভ্যালেন্টিনা মোরাইরা নামের ওই কিশোরী সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত। জীনগত সমস্যা বহনকারী রোগটি নিরাময়যোগ্য নয়, এতে ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা হয়।

ভ্যালেন্টিনার এই আবেদনে সাড়া দিয়ে প্রেসিডেন্ট মিচেল ব্যাচেলেট তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কিশোরীর আবেদন মঞ্জুর করা হবে না। তবে তার মনোচিকিৎসার জন্য সরকার ব্যবস্থা নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভ্যালেন্টিনার ভিডিওবার্তা হাজার হাজার মানুষ দেখেছে। এর প্রতিক্রিয়ায় চিলিতে ইচ্ছামৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা চিলির আইনে নিষিদ্ধ।

ভ্যালেন্টিনা বলেছে, ‘আমি এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কথা বলার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছি, কারণ এ রোগের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত।’ সে আরো জানায়, একই রোগে আক্রান্ত হয়ে ছয় বছর বয়সে তার বড় ভাই মারা গেছে, এ কারণে সে জানে তার কী হবে।

Advertisement