নতুন যুদ্ধ ট্যাঙ্ক ও ড্রোন প্রদর্শন করল ইরান
ইরান গতকাল রোববার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ট্যাঙ্ক প্রদর্শন করেছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মাজার কমপ্লেক্সের সামনে বিশাল প্রাঙ্গণে কুচকাওয়াজের সময় এগুলো প্রদর্শন করা হয়।
সংবাদমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, ট্যাঙ্কটির নাম হচ্ছে ‘হায়েল’। এই ট্যাঙ্কটি কোনো ধরনের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। এ কারণে শত্রুপক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযান চালাতে পারে এই ট্যাঙ্ক।
এ ছাড়া গতকাল ইরান কুচকাওয়াজে কামান-১২ নামে ড্রোন প্রদর্শন করেছে। এটি হচ্ছে ইরানের বিমানবাহিনীর ড্রোনের সর্বশেষ সংস্করণ। এটি উড্ডয়নস্থলের এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভিযান পরিচালনা করতে পারে। এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।
ইরান গতকাল কাসেদ নামের স্মার্ট বোমাও প্রদর্শন করেছে। এটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতাসম্পন্ন বোমাগুলোর একটি।