যুক্তরাষ্ট্রে গৃহহীনকে হত্যা করল পুলিশ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গৃহহীন এক ব্যক্তিকে হত্যা করেছে পুলিশ। গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও থেকে বিষয়টি জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকায় ওই ব্যক্তির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পুলিশের কয়েকজন কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে পুলিশের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পুলিশকে অস্ত্র ফেলে দিতে বলেন। এর কয়েক সেকেন্ড পরই তাঁকে লক্ষ্য করে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে।
ওই ব্যক্তির কাছে অস্ত্র ছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কিছুও জানা যায়নি। তবে জানা গেছে, একটি ডাকাতির ঘটনায় তদন্তের জন্য ওই এলাকায় গিয়েছিল পুলিশ।