বিমান বিধ্বস্ত হয়ে কঙ্গো প্রেসিডেন্টের উপদেষ্টাসহ নিহত ৮
কঙ্গোতে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদির উপদেষ্টাসহ আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানটিতে অবস্থানকারী একজন যাত্রীকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই বিষয়ে কঙ্গোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার বিকালে উড্ডয়নের এক ঘণ্টা পরেই হঠাৎ বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। তারপর মানিয়ামা নামক জঙ্গলে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।
এদিকে কঙ্গোর প্রেসিডেন্টের পক্ষ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি রাজধানী কিনশাসার দিকে আসছিল। বিমানটিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত গাড়িচালক, আইনবিষয়ক উপদেষ্টা ও সামরিক বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন।