‘ইরানে সাইবার আক্রমণ চালিয়েছে আমেরিকা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্প্রতি আমেরিকা সাইবার হামলা চালিয়েছে। সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ড্রোন হামলার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে এ হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার দুজন সরকারি কর্মকর্তা আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সেপ্টেম্বর মাসের শেষ দিকে ওই হামলা চালায়।
তাঁরা জানান, ইরান যাতে তাদের প্রচারণার সক্ষমতা হারায় সেজন্য আমেরিকা সাইবার হামলা চালিয়েছে। দুই কর্মকর্তার মধ্যে একজন দাবি করেছেন, সাইবার হামলার কারণে ইরানের অনেক হার্ডওয়্যারের সমস্যা হয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
সাইবার হামলার ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র ইলিসা স্মিথ বলেছেন, ‘নীতিগত কারণে ও কাজের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আমরা সাইবার হামলা, গোয়েন্দা কিংবা কোনো পরিকল্পনা নিয়ে কারো সাথে আলোচনা করি না।’
এ বিষয়ে তেহরানের পক্ষ থেকেও তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলা চালায়। ওই হামলার পর সৌদি আরবের দৈনিক তেলের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।