প্যারিসের নিহতদের সম্মানে অর্ধনমিত মার্কিন পতাকা
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের অন্য সরকারি ভবনগুলোতে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামী বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুদিন পর স্থানীয় সময় রোববার বিকেলে তিনি এ নির্দেশ দেন।
প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত অনুযায়ী বিদেশের সবগুলো মার্কিন দূতাবাস ও মিশনেও তারকাখচিত মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের সম্মানে রোববার মার্কিন কংগ্রেসের পতাকাগুলো অর্ধনমিত রাখা হয় বলে জানিয়েছে ফক্স নিউজ। প্রেসিডেন্টের পক্ষে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নতুন স্পিকার পল রিয়ান এই নির্দেশ দেন।
এ ছাড়া ফ্রান্সে নিহতদের সম্মানে ন্যাটোর প্রধান কার্যালয়ে সদস্য দেশগুলোর পতাকাও অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া ইউরোপে বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস, অস্ট্রিয়া, সুইডেনসহ আরো কিছু দেশের পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে।