মার্কিন সেনাদের ইরাকে থাকার অনুমতি নেই : বাগদাদ
ইরাকের সামরিক বাহিনী বলেছে, সিরিয়া থেকে প্রত্যাহার করা মার্কিন সেনাদের ইরাকে থাকার কোনো অনুমতি নেই। অন্য দেশে চলে যাওয়ার জন্য শুধু তারা ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে পারে।
ইরাকের সামরিক বাহিনী আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়া থেকে যত মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তাদের শুধু ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এই কারণে যে, তারা যাতে সেখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে। তাদের থাকার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রধান বারবার বলেছিলেন, সিরিয়া থেকে প্রত্যাহার করা সেনাদের ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। তাঁর ওই বক্তব্যের সঙ্গে ইরাকের সামরিক বাহিনীর বিবৃতি পুরোপুরি সাংঘর্ষিক।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করছেন, সিরিয়া থেকে প্রত্যাহার করা সেনারা ইরাকে অবস্থান নিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে যাতে ইরাককে রক্ষা করা যায়।
অবশ্য পরে আমেরিকার একজন সিনিয়র পর্যায়ের প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে এবং পরিকল্পনাটি হয়তো পরিবর্তন করা হতে পারে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো গতকাল সোমবার জানিয়েছে যে, সিরিয়া থেকে প্রত্যাহার করা সেনারা সাহেলা সীমান্ত ক্রসিং দিয়ে উত্তর ইরাকের প্রবেশ করেছে।