লন্ডনে কনটেইনারে মিলল ৩৯ মরদেহ
যুক্তরাজ্যের লন্ডন শহরে একটি ট্রাক কনটেইনারের ভেতর থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডনের পূর্বাঞ্চলের একটি শিল্প এলাকা থেকে আজ বুধবার এসব মরদেহ উদ্ধার করার পর কনটেইনারের চালককে (২৫) আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। এ ছাড়া পুলিশের ধারণা, ট্রাকটি গত শনিবার যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে। পুলিশের দাবি, ট্রাকচালক উত্তর আয়ারল্যান্ডের নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এ বিষয়ে লন্ডন পুলিশ সুপার অ্যানড্রু ম্যারিনার বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের লাশ শনাক্ত করার চেষ্টা করছি। তবে মনে হচ্ছে, এতে বেশ সময় লাগবে।’