‘স্বৈরাচাররাই মানবাধিকার নিয়ে বেশি কথা বলে’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ হাসানি নেজাদ।
হাসানি নেজাদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সমন্বয় রেখে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানি বার্তা সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, জাতিসংঘের বিশেষ তদন্তকারী জাভাইদ রেহমানের তৈরি করা ওই প্রতিবেদন প্রসঙ্গে ইরানের দূত বলেন, মানবাধিকার কমিটিতে ইরানের ইস্যু নিয়ে কখনো আলোচনা হয়নি বা কোন প্রশ্ন ওঠেনি।
ইরানি দূত মোহাম্মদ হাসানি বলেন, বিশ্বে যারা মানবাধিকারের পক্ষে কথা বলছে তাদের বেশিরভাগই স্বৈরাচারের মতো কাজ করছে। তিনি এ সময় মুসলিম দেশগুলো ও আমেরিকায় অভিবাসী লোকজনের ওপর ডোনাল্ড ট্রাম্প সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে অপমান করা হয়েছে।
মোহাম্মদ হাসানি প্রশ্ন রেখে বলেন, ‘মানবাধিকার ইস্যুতে তাহলে কেন বর্ণবাদী, সাম্রাজ্যবাদী ও স্বৈরাচারী এই সব লোকের কথা গ্রহণ করতে হবে? প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেটি মানবাধিকার বিষয়ে নয়, তারা মূলত ক্ষুব্ধ এই কারণে যে, তারা এখন আর ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।