হাততালি দেওয়া নিষিদ্ধ হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
মানুষ আনন্দিত হলে অনেক সময় নিজের অজান্তেই হাততালি দিয়ে থাকে। কাউকে অভিবাদন জানাতেও দেওয়া হয় হাততালি। কিন্তু এটা কারো বিরক্তির কারণ হতে পারে, তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে না গেলে জানা যাবে না।
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হাততালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কেউ হাততালি দিলে তাঁর পাশে থাকা মানুষগুলোর মনে অস্থিরতার জন্ম নেয়। আর এটা অনেক সময় বড় বিপদের কারণ হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো এক প্রতিবেদনে জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাততালি নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব পাস করার পর তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয় হাততালি নিষিদ্ধ করা হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোন আবেগঘন মুহূর্তে দুহাত উঁচু করে আনন্দ প্রকাশ করতে পারবে। আবেগ প্রকাশের এই পদ্ধতিকে তাঁরা ‘জাস হ্যান্ডস’ নাম দিয়েছে।
জাস হ্যান্ডস ব্রিটিশদের একটি সাংকেতিক ভাষা, যার সাহায্যে ইংলিশরা তাদের আবেগ-অনুভূতি প্রকাশ করে থাকে।