ইরান ও তুরস্কই পারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে : রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের গত এক দশকের পরিস্থিতি ও আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে প্রমাণিত হয় এই দুই দেশ একসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
ইরানি বার্তা সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, রুহানি তুরস্কের স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট স্বাধীনতা রুহানি উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
রুহানি আরো বলেন, তুরস্ক ও ইরানের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুপ্রতিম সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
ইরান ও তুরস্ক হচ্ছে দুটি প্রতিবেশী মুসলিম দেশ। অর্থনৈতিক ও সামরিক দিক থেকেও এ দুই দেশ ভালো অবস্থানে রয়েছে।
১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ কারণে ২৯ অক্টোবর তুরস্কে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।