‘ক্যান বোমায়’ বিমান ধ্বংস
কোমল পানীয়র (সোডা) ক্যানে রাখা বোমায় গোটা বিমান উড়িয়ে দেওয়ার দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের ইংরেজি মুখপত্র ‘দাবিক’ ম্যাগাজিনে সোডার ক্যানে রাখা বোমা দিয়েই গত অক্টোবরে মিসরে রাশিয়ার বিমান উড়িয়ে দেওয়ার দাবি করা হয়।
গতকাল বুধবার দাবিকের সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হয়। সর্বশেষ সংস্করণে প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল কাপড়ের ওপর রাখা যুক্তরাজ্যের গোল্ড কোম্পানির একটি সোডা ক্যান, পাশেই তারযুক্ত একটি ডিভাইস ও একটি সুইচ। এমন বোমাই মিসরের বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে রাখা হয়েছিল বলে দাবি করেছে আইএস।
গত অক্টোবরের ৩১ তারিখ ভোরে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান মিসরের শারম আল শেখ থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। এতে বিমানের ২১৮ জন আরোহী ও ৬ ক্রুসহ সবাই প্রাণ হারান।