দীর্ঘ সময় ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে হবে : ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শেষ পর্যন্ত একটি ঐতিহাসিক চুক্তি হলে ইরানকে অবশ্যই এক দশকের জন্য পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে রাজি হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বললেন।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু তাঁর এই ভাষণে চুক্তিটির বিরোধিতা করবেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এ ধরনের চুক্তি নিয়ে এখনো মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গত বছর একটি অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করে ইরান নিয়ে ভুল করেছেন নেতানিয়াহু।
বারাক ওবামা আরো বলেন, ‘নেতানিয়াহু অনেক দাবি তুলেছিলেন : এটি একটি ভয়ানক চুক্তি হতে যাচ্ছে, এর ফলে ইরান ৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ত্রাণ পাবে, ইরান এই চুক্তি মানবে না।’ তবে এগুলোর কোনোটাই সত্যি হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
‘এ সময়ে আমরা দেখেছি, ইরান তার পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়নি। অনেক ক্ষেত্রেই দেশটি এ কর্মসূচি থেকে সরে এসেছে’—যোগ করেন ওবামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এ ধরনের মতপার্থক্যের ফলে দুই দেশের সম্পর্ক স্থায়ীভাবে ধ্বংসের দিকে গড়াবে না বলেও উল্লেখ করেন তিনি।
রয়টার্স জানায়, কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার আমন্ত্রণ জানিয়েছেন। এ উদ্যোগকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা ভালোভাবে নেয়নি।
যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন ইরানের কর্মসূচি বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এর পর ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা বিশ্ব।