ওয়াশিংটনে কাল টিকফা নিয়ে বৈঠক
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) নিয়ে আগামীকাল সোমবার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দক্ষিণ এশিয়াবিষয়ক ইউএস সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইক ডিলানি এবং বাংলাদেশের পক্ষে জ্যেষ্ঠ বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বৈঠকে সহসভাপতিত্ব করবেন।
আজ রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে বাধা চিহ্নিত এবং তা দূর করতে ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষরিত হয়।
এ বছর টিকফা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আরো জোরদারের উদ্যোগ নেবে। দুই দেশের বর্তমান বার্ষিক বাণিজ্য ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
টিকফা সভায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মিশন উপপ্রধান ডেভিড মিলি।
ডেভিড মিলি বলেন, টিকফা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারিত করছে।