প্যারিসের পর নিউ অরলিন্সের পার্কে গুলি, আহত ১৬
প্যারিসের পর এবারের যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স। নগরীটির একটি পার্কে তিন বন্দুকধারীর গুলিতে আহত হয়েছে অন্তত ১৬ জন। স্থানীয় সময় আজ সোমবার বানি ফ্রেন্ড পার্কে ঘটনাটি ঘটে। পার্কের একপ্রান্তে তখন চলছিল একটি টেলিভিশন চ্যানেলের মিউজিক অ্যালবামের শুটিং। প্রায় ৫০০ মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে। এ ছাড়া পার্কে অবসর কাটাচ্ছিলেন স্থানীয় মানুষজন।
আচমকা সেখানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তিনজন বন্দুকধারী। আতঙ্কে দিশেহারা হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে দেন। গুলি থেকে বাঁচতে অনেকে শুয়ে পড়েন মাঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, মাত্র দেড় মিনিট গুলি চালিয়েই বন্দুকধারীরা দৌড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ এসে গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হমালার বিষয়ে নিউ অরলিন্সের পুলিশের মুখপাত্র টেইলর গামবেল রয়টার্সকে জানান, গোলাগুলির সময় বানি ফ্রেন্ড পার্কে অনেক মানুষের ভিড় ছিল। হামলার পর ১০ জনকে অ্যাম্বুলেন্সে করে এবং বাকিদের ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিউ অরলিন্সের পুলিশ সুপার মাইকেল হ্যারিসন জানিয়েছেন, গুলিবর্ষণে ঘটনাস্থলে কেউ নিহত হয়নি ।
এ ছাড়া পুলিশের মুখপাত্র টেইলর গামবেল বলেন, এই ঘটনায় ঠিক কয়জন আহত হয়েছে এবং কি কারণে গোলাগুলি হয়েছে তা পুলিশ জানে না। এ ছাড়া ওই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি বলেও জানান তিনি।
তবে স্থানীয় টেলিভিশন চ্যানেল এবিটি ও ডব্লিউজিএনও জানিয়েছে, বন্দুক হামলা অথবা অজ্ঞাত কোনো কারণে এরা আহত হয়েছে। এই ঘটনায় দুটি অপরাধীচক্র জড়িত বলে জানিয়েছে চ্যানেল দুটি।