বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মুহূর্তে যে তথ্য রয়েছে তাতে বিভিন্ন অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও অন্যান্য গোষ্ঠী সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এ সতর্কতা আগামী বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ফ্রান্স, রাশিয়া, মালিসহ বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘এ মুহূর্তে মার্কিন নাগরিকদের উদ্দেশ করেই যে হামলা চালানো হবে, তা বিশ্বাস করার মতো যুক্তি নেই।’
এদিকে বেলজিয়াম ঘোষণা দিয়েছে, দেশটির রাজধানী ব্রাসেলসে আরেক সপ্তাহ সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বলবৎ থাকবে। ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহতের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্যারিসে হামলায় অংশ নেওয়া কয়েকজন বেলজিয়ামে থাকত।
ভ্রমণ সতর্কতার বার্তায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জনসমক্ষে ও পরিবহন ব্যবহার করার সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। চারপাশ সম্পর্কে সজাগ থাকতে ও ভিড় এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিরিয়া ও ইরাক থেকে ফেরত আইএসের সদস্যরা সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করে।’
একই ধরনের ভ্রমণ সতর্কতা ২০১১ সালে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু পর এবং নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার ১০ বছর পূর্তি উপলক্ষে জারি করা হয়েছিল। এ ছাড়া ২০১৩ সালের আগস্টেও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছিল।