বেড়া টপকে হোয়াইট হাউসের চত্বরে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউস। সব সময়ই কঠোর নিরাপত্তা থাকে এই স্থানে। অথচ গত বৃহস্পতিবার নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে হোয়াইট হাউসের চত্বরে ঢুকে পড়েন এক ব্যক্তি। অবশ্য লোহার বেড়া টপকে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের পতাকা গায়ে জড়ানো ওই অনুপ্রবেশকারীকে আটক করেছেন নিরাপত্তারক্ষীরা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে যখন অনুপ্রবেশের ঘটনা ঘটে, তখন হোয়াইট হাউসে ছিলেন প্রেসিডেন্ট ওবামা ও তাঁর পরিবার। যুক্তরাষ্ট্রের থ্যাংসগিভিং উৎসবের উদযাপন করছিলেন সবাই।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর থেকে জানানো হয়েছে, জোসেফ ক্যাপুটো নামে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি গোয়েন্দারা। আর কী কারণে তিনি দেয়াল টপকে হোয়াইট হাউসে ঢুকেছিলেন, সে সম্পর্কেও জানা যায়নি।
হোয়াইট হাউসের অনুপ্রবেশ ঘটনার প্রত্যক্ষদর্শী ভার্জিনিয়ার অধিবাসী ভেনেসা পেনা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বোনের সঙ্গে হোয়াইট হাউস দেখতে এসেছিলেন তিনি। তিনি ওই সময় দেখেন এক ব্যক্তি তাঁর ঘামে ভেজা শার্ট খুলে গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা জড়িয়ে নেন। এরপর তিনি শুনতে পান ওই ব্যক্তি জোরে বলছেন, ‘ঠিক আছে, চলো কাজটা করি।’
পেনা বলেন, এর পরই ওই ব্যক্তি দৌড়ে হোয়াইট হাউস চত্বরের বাইরের লোহার বেড়ার ওপর উঠে যান।
ভেনেসা পেনা আরো বলেন, বেড়া পার হওয়ার পরপরই নিরাপত্তারক্ষীরা অনুপ্রবেশকারীকে ধরে ফেলেন। পুরো ঘটনা ঘটেছে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে। ভেনেসা পেনা পুরো ঘটনার ছবি তুলেছেন।
এনডিটিভি জানিয়েছে, অনুপ্রবেশের ঘটনার পরপরই ওই এলাকা থেকে দর্শনার্থীদের সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হোয়াইট হাউসের চত্বরে অনুপ্রবেশের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরই ওমর জোসে গনজালেস নামে এক ব্যক্তি হোয়াইট হাউসের দরজার কাছ থেকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি নিরাপত্তার সব চৌকি পার হয়ে হোয়াইট হাউসেই ঢুকে পড়েছিলেন। এ ছাড়া লোহার বেড়া টপকানোর চেষ্টা করেছেন অনেকেই। এ কারণে লোহার বেড়ার ওপরের অংশ পেনসিলের মতো সরু করা হয়েছে।