যুক্তরাষ্ট্রের বোমার মজুদ ফুরিয়ে এসেছে!
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে গত ১৫ মাসে ২০ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে মার্কিন বিমানবাহিনী। এরই মধ্যে বোমার মজুদ ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে বাহিনীটি।
মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল মার্ক ওয়েলস বলেছেন, ‘ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। আমরা যত দ্রুত সরবরাহ করতে পারি, তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে বিমানবাহিনী গোলাবারুদ খরচ করছে।’
ওয়েলস আরো বলেন, ‘বোমারু বিমান বি-১ থেকে রেকর্ড সংখ্যক বোমা ফেলা হয়েছে। এই লড়াইয়ে যুদ্ধবিমান এফ-১৫ই মোতায়েন করা হয়েছে। কারণ এগুলো দূরবর্তী লক্ষ্যস্থলে হামলা চালাতে পারে। দীর্ঘ লড়াইয়ে আমাদের প্রস্তুতি নিশ্চিত করার জন্য এখন আমাদের তহবিল প্রয়োজন। এটি জরুরি প্রয়োজন।’
বিমানবাহিনীর আরেক কর্মকর্তা বলেন, ‘যে পরিমাণ গোলাবারুদ মজুদ রয়েছে, তার সংখ্যা আমাদের প্রয়োজনের চেয়ে অনেক কম।’
ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, বিমানবাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্রের জন্য অতিরিক্ত তহবিল এবং দ্রুত মজুদ বাড়ানোর জন্য অস্ত্র উৎপাদনের পরিকল্পনার অনুরোধ জানিয়েছে। কিন্তু অস্ত্রভাণ্ডার আবার পূর্ণ করতে চার বছর লাগবে।’
রিপাবলিকানরা বিশেষ করে যাঁরা আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন, তাঁরা এই অভিযানের সমালোচনা করছেন। তার মধ্যেই আইএস জঙ্গিদের লক্ষ্য করে ফেলা ক্ষেপণাস্ত্র ও বোমার সংখ্যা বিমানবাহিনী প্রকাশ করল।