আইএসের অর্থ শাখার প্রধান নিহত : যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অর্থনৈতিক নেটওয়ার্কের প্রধান আবু সালেহ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এমন দাবি করা হয়।
এএফপির খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সেনা মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন আবু সালেহর মৃত্যুর বিষয়টি জানান। তিনি বলেন, সালেহ আইএসের অর্থনৈতিক নেটওয়ার্কের ‘অন্যতম জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য’।
মধ্যপ্রাচ্যে আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র সরকারের দূত ব্রেট ম্যাকগুর্ক এক টুইটারবার্তায় বলেন, আইএসের অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ‘দুই সহযোগী’সহ সালেহ নিহত হন।
আবু সালেহর প্রকৃত নাম মুওয়াফফাক মোস্তাফা মুহাম্মদ আল-কারমুশ। ৪২ বছর বয়সী এই ইরাকি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী।