সমঝোতা চায় বিরোধীরা, চায় আসাদের পদত্যাগও
জাতিসংঘের মধ্যস্থতায় সরকারের সঙ্গে চলমান গৃহযুদ্ধের নিরসন চায় সিরিয়ার প্রভাবশালী বিরোধী পক্ষগুলো। একই সঙ্গে তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগও দেখতে চায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দিনব্যাপী সংলাপ শেষে এক বিবৃতিতে বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন নিজেদের এমন অবস্থানের কথা জানায়।
আলজাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের মধ্যস্থতায় স্থানীয় সময় বুধবার রিয়াদে শান্তি আলোচনায় বসেন বিদ্রোহীরা। সেখানে যোগ দেন সিরিয়ার সশস্ত্র ও অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর শতাধিক প্রতিনিধি। সংলাপে তাঁরা রক্তাক্ত সংঘর্ষ (যাতে এরই মধ্যে নিহত হয়েছেন আড়াই লাখ মানুষ) বন্ধের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।
সংলাপ শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক মীমাংসার উদ্দেশ্য হলো বাশার আল-আসাদ কিংবা তাঁর অধীন ব্যক্তিদের ছাড়া নাগরিকত্বের নীতির ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আলোচনায় অংশগ্রহণকারীদের তাগিদ, অন্তর্বর্তী সময় শুরু হওয়ার পর থেকে বাশার আল-আসাদ ও তাঁর সহযোগীরা যেন ক্ষমতা থেকে সরে যান।’
ন্যাশনাল কোয়ালিশনের অন্যতম সদস্য মোনজের আকবিক বলেন, রিয়াদের বৈঠকে ২৫ প্রভাবশালী নেতার সমন্বয়ে একটি প্রভাবশালী বিরোধী গোষ্ঠী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ওই ২৫ জনের মধ্যে থাকবেন ন্যাশনাল কোয়ালিশনের ছয় সদস্য, বিদ্রোহী গোষ্ঠীগুলোর ছয়, ন্যাশনাল কো-অর্ডিনেশন বডির (এনসিবি) পাঁচ ও আটটি স্বতন্ত্র সংগঠনের আটজন সদস্য।