আফগানিস্তানে স্পেনের দূতাবাসে তালিবানের হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
জঙ্গি সংগঠন তালিবান জানিয়েছে, একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর তাদের যোদ্ধারা বিদেশি একটি অতিথিশালায় অবস্থান নিয়েছে।
বিবিসি জানিয়েছে, হামলায় আহত বেশ কয়েকজনকে পাশের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গোলাগুলি এখনো চলছে।
শুক্রবার রাতে এ হামলায় সাত জঙ্গি অংশ নেয় বলে জানিয়েছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। এ মুহূর্তে আফগানিস্তান ও স্পেনের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে অবস্থান করছে।
বার্তা সংস্থা ইউরোপা প্রেস জানিয়েছে, স্পেনের প্রেসিডেন্ট মারিয়ানো রাহয় হামলায় ঘটনা সম্পর্কে জেনেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুলির পর তারা বিকট শব্দে বিস্ফোরণ শুনেছেন।
কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি বলেন, ‘আমি শেরপুর এলাকায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা নিশ্চিত হয়েছি।’
ফ্রিল্যান্স সাংবাদিক বিলাল সারওয়ারি জানিয়েছে, হামলার কিছুক্ষণ পর তিনি দুজন কূটনীতিককে ভবন ছেড়ে পালাতে দেখেছেন।
আফগান পুলিশ জানিয়েছে, দূতাবাস ভবনের ভেতরে থাকা বেশ কয়েকটি সশস্ত্র গাড়ি জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে।
আফগান পুলিশের এক সদস্য বলেন, ‘হামলাকারীরা ভেতরে লুকিয়ে থাকতে পারে। আমরা সব রাস্তা বন্ধ করে তল্লাশি চালাচ্ছি।’
এর আগে গত মঙ্গলবার রাতে কান্দাহারে তালিবানের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়।