‘পৃথিবী ধ্বংসে’র ভিডিও ছেড়েছে আইএস
মধ্যপ্রোচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নতুন একটি ভিডিও ছেড়েছে। এর মাধ্যমে তারা নিজেদের শক্তি ও সামর্থ প্রদর্শন করেছে। একই সঙ্গে নিজেদের ‘বিশ্বাসী’ দাবি করে ইউরোপের ‘ক্রুসেডার’দের সঙ্গে যুদ্ধের কথা বলেছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো ভিডিওটিকে বলছে ‘পৃথিবী ধ্বংসে’র ভিডিও। ‘মিটিং অ্যাট দাবিক’ শীর্ষক আইএসের ভিডিওচিত্রে দেখা যায়, ওই জঙ্গি সংগঠনের হাতে থাকা ভারী যান ইতালির ‘কলোসিয়ামে’র দিকে এগোচ্ছে। এখানে ওই স্থাপনাকে বলা হচ্ছে ‘আর্মি অব রোম’।
ভিডিওচিত্রে আরো দেখানো হয়, একজন মৃত আইএস যোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং ঘোড়ার পিঠে সওয়ার আইএস যোদ্ধা। ভিডিওচিত্রের অপর এক দৃশ্যে দেখা যায়, দিগন্তে সূর্য ডুবছে আর সেদিকে গাড়ি নিয়ে এগোচ্ছে একদল যোদ্ধা। আর সেখানে এক যোদ্ধা হাতে নিয়ে আছে আইএসের কালো-সাদা রঙের পতাকা।
ভিডিওচিত্রের একটি পর্যায়ে আলজেরিয়া, লিবিয়া, মিসর, ইয়েমেন, ইরাকের ওপর আইএসের পতাকা ওড়াতে দেখা যায়। পরে ৬০টি দেশের পতাকা দেখানো হয় যাদের সঙ্গে জঙ্গিগোষ্ঠীটি যুদ্ধে লিপ্ত আছে।
পুরো ভিডিওচিত্রে আরবিতে ধারা বিবরণী দেওয়া হয়। তবে অনেক যোদ্ধাকেই মুখ ঢেকে রাখতে দেখা যায়।
এর আগে গত সপ্তাহে প্রকাশিত এক ভিডিওচিত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার হুমকি দিয়েছে আইএস। ওই ভিডিওতে প্যারিস, নিউইয়র্ক, মস্কোসহ কয়েকটি শহরে হামলার কথা বলে দুই জঙ্গি। ওই ভিডিওতে আইএস জানায়, প্যারিস হলো শুরু, কাল হবে ওয়াশিংটনে। পরে হবে নিউইয়র্ক ও মস্কো।
ভিডিওতে রাশিয়াকে উদ্দেশ্য করে আইএস বলে, তোমাদের সময় ঘনিয়ে আসছে। এটি হবে সবচেয়ে ভয়াবহ। আইএসের সদস্য আরো বলেন, ‘আমাদের বন্দুক, গুলি ও বিস্ফোরক থেকে কেউই রেহাই পাবে না।