গ্লাভস পরে রাস্তার ময়লা পরিষ্কারে নামলেন অং সান সু চি
সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর এবার হাতে গ্লাভস পরে রাস্তার ময়লা পরিষ্কারে নামলেন মিয়ানমারের নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সু চি। আজ রোববার ৭০ বছর বয়সী সুচি তাঁর নিজের নির্বাচনী এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় তাঁকে নোংরা প্লাস্টিকের ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে বলে এক খবরে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, মিয়ানমারে দেশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সু চি এই কাজে অংশ নেন। সম্প্রতি তিনি তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি থেকে নির্বাচিত এমপিদের এই রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। সু চি বলেছেন, নিজের এলাকা পরিষ্কার রাখা এমপিদের দায়িত্ব।
গত মাসের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে এনএলডি। ৮০ ভাগেরও বেশি আসনে জয়ী হয়েছে অং সান সু চির দল। এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের জন্য দেশটির বর্তমান সামরিক সরকার একটি কমিটি গঠন করেছে।