সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪১
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি স্থানে দেশটির সরকার ও রাশিয়ার বাহিনীর বিমান ও রকেট হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক মানুষ।
স্থানীয় সময় রোববার এসব হামলা হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
দেশটির দুমা শহরের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা আহমদ আলজাজিরাকে বলেন, ‘হামলায় শুধু দোমাতেই নয় শিশুসহ কমপক্ষে ৪১ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় ২৫০ জন।’
‘দোমার আল-হোসেন আল বাসরি নামের একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে চার শিক্ষার্থীসহ ওই স্কুলের অধ্যক্ষ নিহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে’, যোগ করেন আহমদ।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
রোববার দুমার পাশাপাশি দামেস্কের উপকণ্ঠ সাকবাতেও হামলা চালায় সরকারি বাহিনী।
গত শনিবার সিরিয়ার হোমস শহরে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হওয়ার একদিন পর সরকার এসব হামলা চালায়। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।