দূতাবাসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে ইকুয়েডরের কাছে করা সুইডেনের আবেদন গৃহীত হয়েছে। লন্ডনে অবস্থিত দূতাবাসেই তাঁকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করবেন সুইডিশ কর্মকর্তারা।
বিবিসির খবরে বলা হয়, ছয় মাস ধরে চলা আলোচনার পর অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে ইকুয়েডরের সঙ্গে একটি চুক্তি করেছে সুইডেন। খুব শিগগিরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে যুক্তরাজ্যের গণমাধ্যম পিএর মতে, আগামী বছর শুরু হওয়ার আগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা কম।
অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তাঁর আন্তর্জাতিক আইনজীবী দলের সমন্বয়ক বাল্টাসার গার্জন বলেন, ‘সুইডেন ও যুক্তরাজ্যের উচিত অ্যাসাঞ্জের অধিকারগুলোর প্রতি সম্মান দেখানো। এখন পর্যন্ত দেশগুলো তা করতে ব্যর্থ হয়েছে।’
‘জুলিয়ান অ্যাসাঞ্জের দাবি, ইকুয়েডরের দেওয়া রাজনৈতিক আশ্রয়সহ তাঁর মৌলিক অধিকারগুলো স্বীকার করে সেগুলোর প্রতি যেন সম্মান দেখানো হয়’, যোগ করেন বাল্টাসার।
সুইডেনে দুজন নারীকে যৌন হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে ২০১০ সালে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এরপর থেকে তিনি সেখানেই আছেন।