ফেসবুকে ডাকাত, ১৫ মিনিটে ধরা
ফেসবুকে নিজের অর্জন, সাফল্য বা এমনকি বেদনার ফিরিস্তি দিয়ে আমরা হরহামেশাই পোস্ট করি। কিন্তু ডাকাতির কথা স্বীকার করে পোস্ট! অসম্ভব, তা নিশ্চয়ই কেউ করবেন না। যুক্তরাজ্যের নরউইচের কিংস লন শহরে এমন ঘটনাই ঘটেছে বলে জানিয়েছে হাফিংটন পোস্ট।
ডাকাতির পর ৩১ বছর বয়সী অ্যান্ড্রু হেনেলস তাঁর ফেসবুকে তা জানিয়ে দেন। আর সেই পোস্টের সূত্র ধরে ১৫ মিনিটের মধ্যে আটক করেছে পুলিশ।
গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কিংস লনের সুপার মার্কেটের ‘টেসকো’ নামের একটি দোকানে ছুরি দেখিয়ে ডাকাতি হয়। এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে হেনেলস ফেসবুকে লেখেন : ‘করেছি। টেসকো। শেষ’। তার এই পোস্টের কিছুক্ষণ পরই একটি পানশালা থেকে ৪১০ পাউন্ডসহ তাঁকে আটক করে ব্রিটিশ পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
কিংস লেনের গোয়েন্দা কর্মকর্তা সার্জেন্ট পিট জোসেফ জানান, ফেসবুকের পোস্টটি ডাকাতির তদন্তে হেনেলসের বিরুদ্ধে করা মামলাটি তদন্তে সহায়তা করবে। এটি একটি অস্বাভাবিক মামলা বলেও জানান তিনি।
এরই মধ্যে নরউইচের একটি আদালতে হেনেলস ডাকাতি ও অস্ত্র বহনের দায় স্বীকার করেছেন। আগামী ৮ এপ্রিল তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে।