বাণিজ্যিক ফ্লাইট চালু নিয়ে কিউবা-যুক্তরাষ্ট্র ‘সমঝোতা’
দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালুর ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কিউবা।
দেশ দুটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।
কিউবার সরকার ও যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কোম্পানিগুলোর মধ্যে আলোচনার জন্য কয়েক মাস লেগে যেতে পারে। এ কারণে ফ্লাইট কখন চালু হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
৫৪ বছর স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে গত আগস্টে কিউবার রাজধানী হাভানায় দূতাবাস খোলে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দুই দেশ এগিয়ে যাচ্ছে, তবে এখনো ফ্লাইট চালু নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে কিউবা ও যুক্তরাষ্ট্র বেশ কিছু ইস্যুতে কাজ করছে। হাভানার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র বলে ধারণা করা হচ্ছে।
দুই দেশের সমঝোতার ফলে প্রায় ৫০ শতাংশ ভ্রমণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার নাগরিক কিউবা ভ্রমণ শুরু করেছে। অনেকেই কয়েক মাসের জন্য হোটেলে বুকিং দিয়ে রেখেছে। তবে আনুষ্ঠানিক একটি সমঝোতা হলে ওয়াশিংটন থেকে প্রতিদিন ১২টার বেশি ফ্লাইট চলাচল করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।