সরাসরি টিভি সম্প্রচারের সময় ব্যাংক ডাকাতি!
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিনেসোটায় একটি ব্যাংকে গত মঙ্গলবার ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার বিভিন্ন তথ্য জানাতে গতকাল বুধবার একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সংবাদ সম্প্রচার করা হচ্ছিল। ঠিক যে মুহূর্তে এই সংবাদ প্রচার হচ্ছিল, তখন ব্যাংকটির ভেতরে দ্বিতীয় দফায় চলছিল ডাকাতি।
বেশ নাটকীয় হলেও এমনটাই ঘটেছে। সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনটিতে দেখা যায়, রচেস্টার স্টেট ব্যাংকে ডাকাতির বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি না, তা জানতে স্থানীয় কেআইএমটি টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত করা হয় প্রতিবেদক অ্যাডাম স্যালেকে। অ্যাডাম সে সময় ওই ব্যাংকের সামনে থেকে ডাকাতি সম্পর্কে বলছেন।
অ্যাডাম বলেন, ‘ঠিক ২৪ ঘণ্টা আগে এই ব্যাংকটিতে ডাকাতি হয়েছে।’
এমন সময় ব্যাংকটি থেকে এক কর্মকর্তা দৌড়ে বেরিয়ে আসেন এবং অ্যাডামকে বলেন, ‘ওই যে ডাকাত।’
প্রথমে হতভম্ব হয়ে যান অ্যাডাম। তিনি বলেন, ‘ওই যে ডাকাত। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার। ব্যাংক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ডাকাত ওই দিকে গেছে। তাই আমাকে যেতে হচ্ছে, আমাকে ৯১১-এ ফোন করতে হবে। আপনাদের সঙ্গে পরে কথা হবে।’
বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাইওয়ে ফিফটি টু থেকে ডাকাতদের বহনকারী গাড়িটি আটক করে পুলিশ। মিনেসোটার টহল পুলিশ জানিয়েছে, রচেস্টারের এক ব্যক্তিকে ওই গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ক্যাপ্টেন জন শেরউইন বলেন, স্টেট ব্যাংকে পরপর দুদিন ডাকাতি করে এই ব্যক্তি। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত না করলেও পুলিশ জানিয়েছে, ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স ওই শ্বেতাঙ্গ ব্যক্তির। আনুমানিক বেলা ১১টার দিকে তিনি ব্যাংকে প্রবেশ করেন। ওই সময়টাতে ব্যাংকে গ্রাহকের সংখ্যা কম থাকে।
জন শেরউইন আরো জানান, ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে অর্থ দিতে বাধ্য করেন ওই ব্যক্তি। এর পর টাকা নিয়ে বেরিয়ে যান।
ঘটনার পরপরই ব্যাংকের একজন কর্মকর্তা এসে ওই ব্যক্তির চলে যাওয়ার দিক নির্দেশ করেন। খবর পেয়ে পুলিশ হাইওয়ে থেকে সন্দেহভাজন গাড়ি ও তাকে গ্রেপ্তার করে।