আফগানিস্তানের সঙ্গিন শহর দখলের পথে তালেবান
কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সঙ্গিন শহর দখলের পথে তালেবান জঙ্গিরা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
হেলমান্দের গভর্নর মির্জা খান রাহিমি বিবিসিকে বলেন, এখনো শহরটির ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে। তবে তাঁর এক সহকারী বলেছেন, এরই মধ্যে শহরটি আফগান সরকারের হাতছাড়া হয়ে গেছে।
হেলমান্দ গভর্নরের সহকারী রাসুলিয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার শহরটিতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
রাসুলিয়ার আরো বলেন, ‘সঙ্গিনের পুলিশ সদর দপ্তর, গভর্নরের কার্যালয় ও গোয়েন্দা দপ্তরের দখল নিয়েছে তালেবান।’
তালেবানের দাবি, তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। প্রধান প্রশাসনিক ভবনকে অকার্যকর করা হয়েছে।
হেলমান্দের সঙ্গিন দখলে নিতে দীর্ঘদিন থেকে তৎপর ছিল তালেবান জঙ্গিরা। শহরটিতে সরকারবিরোধীদের সঙ্গে যুদ্ধে ৪৫০ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছিলেন।