তালেবানের দখলে আফগানিস্তানের সঙ্গিন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সঙ্গিন শহরের প্রায় পুরোটাই দখলে নিয়েছে তালেবান জঙ্গিরা। সরকারি বাহিনীর সঙ্গে টানা কয়েক দিন যুদ্ধের পর তারা শহরটির নিয়ন্ত্রণ নেয় ।
হেলমান্দের একজন আইনপ্রণেতার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার শহরের পুলিশ সদর দপ্তর ও প্রধান সরকারি ভবনের দখল নেয় তালেবান।
জঙ্গিগোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, লড়াই করে গোটা শহর বাগে নিয়েছে তারা। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ অব্যাহত আছে। আরো সেনা পাঠানো হয়েছে।
সঙ্গিনের গভর্নর হাজি সুলায়মান শাহ বিবিসিকে বলেন, তালেবানের সঙ্গে যুদ্ধে আহত ১৫ সেনাকে নিয়ে বুধবার হেলমান্দের রাজধানী লস্কর গাহর শোরাবাক ঘাঁটিতে চলে যান তিনি।
স্থানীয় একটি ব্যারাকের পুলিশ কর্মকর্তা শুকুল্লাহ বলেন, পুরো শহরটিই জঙ্গিদের নিয়ন্ত্রণে।
হেলমান্দের সঙ্গিন দখলে নিতে দীর্ঘদিন থেকে তৎপর ছিল তালেবান জঙ্গিরা। শহরটিতে সরকারবিরোধীদের সঙ্গে যুদ্ধে ৪৫০ ব্রিটিশ সেনা নিহত হয়েছিলেন।